নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দস্তগীর গাজী।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেয়া হবে।
উন্নত চিকিৎসার জন্য আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার।
বিকালে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দস্তগীর গাজী। শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় শনিবার দুপুর থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
এসময় মন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বলেও জানান এই জনসংযোগ কর্মকর্তা।
Like & Share our Facebook Page: Facebook
আরোও পড়তে পারেন : ‘বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ’