অনলাইন ডেস্ক
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ২৪ জানিয়েছে, ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করেছে কি না- যাতে উত্তর গাজায় তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে- তা জানতে ইসরাইলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে।
প্রতিবেদন অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী গাজায় হাজার হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনীই প্রায় ৩০ হাজার বোমা ফেলেছে উপত্যকাটিতে।
চ্যানেল ১২ বলছে, গাজায় ইসরাইলি বিমান থেকে ছোড়া হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে, যার মধ্যে কিছু বোমার ওজন এক টনেরও বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের জন্য ইসরাইলকে দেওয়া যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় ৪০ শতাংশ বোমা ‘ডাম্ব বোমা’ ছিল বলেও উল্লেখ করা হয় এতে।
জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (ইউএনএমএএস) ২০২৪ সালের এপ্রিলে জানিয়েছে, গাজাজুড়ে আনুমানিক ৭ হাজার ৫০০ টন অবিস্ফোরিত বোমা বা অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা পরিষ্কার করতে ১৪ বছর পর্যন্ত লাগতে পারে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা