করোনাভাইরাসের কারণে ক্রেডিট কার্ডের বিল বকেয়া পড়লে তার ওপর কোন ধরনের সুদ আরোপ করা যাবে না। বাংলাদেশ ব্যাংক আজ এক সারকুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে এই নির্দেশনা আগামী ৩১ শে মে পর্যন্ত বহাল থাকবে।
এতে আরও বলা হয়েছে ,যদি কোন ব্যাংক কোন ক্রেডিট কার্ড গ্রাহকের উপর এ ধরনের সুদ নিয়ে থাকে তবে তা ফেরত দিতে হবে।
সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পর ব্যাংকগুলোকে ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিলম্ব জরিমানা আদায় বন্ধ করতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তের ফলে জরিমানার পাশাপাশি পর্যন্ত ক্রেডিট কার্ড নতুন করে কোনো সুদ আরোপ করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ড বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। এর ফলে গ্রাহক কর্তৃক অতিরিক্ত সুদ প্রদান করতে হচ্ছে বা হবে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে যা গ্রহণযোগ্য নয়। এ প্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত দৈনিক অথবা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ ছাড়া ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ডের ওপর দৈনিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করা হয়েছে বা আদায় করা হয়েছে তাদের সেই টাকা ফেরত দিতে হবে অথবা আদায় করা যাবে না।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা