অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেতে লম্বা সময় পরিবার থেকে দূরে ভারতীয় ক্রিকেটাররা। ফাইনাল ম্যাচ ঘিরে তাদের যতো ব্যস্ততা। যেখানে ভিরাট কোহলি উদ্বোধনী ব্যাটারের ভূমিকায় রয়েছেন। লম্বা সময় দেখা না হওয়ায় এরইমধ্যে ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা স্বামী কোহলিকে মিস করতে শুরু করেছেন।
ওয়েস্ট ইন্ডিজে ভিরাট যখন ক্রিকেট নিয়ে ব্যাস্ত, আনুশকা তখন তাঁর দ্বিতীয় সন্তানের দেখাশোনা করছেন। লন্ডনে গত ফেব্রুয়ারিতে কোহলি-আনুশকা দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান। যে কারণে এবার বিশ্বকাপে ভারতের খেলায় খুব বেশি দেখা যায়নি আনুশকাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কোহলির একটি ছবি পোষ্ট করে আবেগঘণ বার্তা লিখেছেন পিকে অভিনেত্রী। সেখানে প্রিয় স্বামীকে ভীষণভাবে মিস করার কথা উল্লেখ করেছেন।
এই অভিনেত্রী সর্বশেষ চাকদা এক্সপ্রেস সিনেমায় অভিনয় করেছেন। যেখানে তিনি ভারতীয় নারী ক্রিকেটার জুলান গোস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন।
আরোও পড়তে পারেন : আবারও ভাঙল রায়হান রাফী-তমা মির্জার প্রেম