argentina vs uruguay, messi, rtv online
অনলাইন ডেস্ক
ম্যাচের শুরু থেকেই অবশ্য চালকের আসনে ছিল আরজেন্টাইনরা। তৃতীয় মিনিটে মার্কাস আকুনার শট থেকে আক্রমণের শুরু। এরপর ষষ্ঠ মিনিটে আরও একটা আক্রমণ করেছে আলবিসেলেস্তেরা, কিন্তু গোলের দেখা পায়নি। গোল আসেনি পরের আক্রমণেও। লিওনেল মেসি তার ট্রেডমার্ক বাঁকানো শট করেছিলেন দূরের পোস্টে, কিন্তু উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা ঠেকিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়কের সে চেষ্টা। ফিরতি সুযোগে লাওতারো মার্টিনেজ যে গোল পাননি সেটাই বিস্ময়। উরুগুয়ে রক্ষণ তো বটেই, গোলরক্ষক মুসলেরাও তখনো নিজেকে গুছিয়ে আনতে পারেননি। সেই সুযোগটা নিতে পারেননি ইন্টার মিলান স্ট্রাইকার, শটই করতে পারেননি ঠিকঠাক।
ম্যাচের ১২ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে থাকা গুইদো রদ্রিগেজ বল হেড করেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত প্রধমার্ধ্বের খেলা ১-০ গোলে শেষ করে আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরে বেশ কয়েকবার সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। শেষ দিকে কর্নারও পান মেসি। কিন্তু, আগের ম্যাচে কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেননি রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে, দ্বিতীয়ার্ধে আক্রমণের চেয়ে নিজেদের রক্ষণে জোর দেয় আর্জেন্টিনা। ফলে কয়েকবার চেষ্টা করেও আর্জেন্টাইনদের রক্ষণে পৌঁছাতে পারেনি উরুগুয়ে। শেষ পর্যন্ত আর গোল না এলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নেরা।
আগামী মঙ্গলবার (২২ জুন) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা