অনলাইন ডেস্ক
টেস্ট ক্রিকেটে মিরপুরের উইকেট মানেই একটু স্লো, স্পিন সহায়ক। এই উইকেট তৈরী করেই মিরপুরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। তবে এবার মিরপুরের স্পিন উইকেট বদলে, বাউন্সি পিচে খেলার কৌশল নিয়েছে স্বাগতিকরা। ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই বাউন্সি উইকেট তৈরী করা হয়েছে মিরপুরে।
স্পিনে আফগানিস্তান ক্রিকেট দল বরাবরই ভালো। তাদের দলেও বেশ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছে। স্পিন উইকেট দিয়ে যেনো হিতে বিপরীত না হয়ে যায় বাংলাদেশের, তাই এবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে বাউন্সি উইকেটে খেলবে স্বাগতিকরা।
নিজেদের মাঠে গত এপ্রিলে বাংলাদেশ দল সবশেষ টেস্ট ক্রিকেট ম্যাচ খেলেছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিলো। সাফল্যের ধারাবাহিকতা এই খেলাতেও ধরে রাখার লক্ষ্য টাইগারদের। তবে ঢাকা টেস্ট শুরুর আগে বাংলাদেশ দলকে চিন্তায় ফেলেছে ইনজুরি সমস্যা। পিঠের ব্যথা থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবাল। তার খেলা নিয়ে রয়েছে কিছুটা সংশয়। শেষ মুহুর্ত পর্যন্ত তামিমের জন্য অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে বাকিরা সবাই পরীক্ষিত বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
২০১৯ সালে দু’দলের শেষ সাক্ষাতে টেস্টে বাংলাদেশকে হারিয়েছিলো আফগানিস্তান ক্রিকেট দল। দীর্ঘ সময় হলেও, সেই জয় থেকে এবারো অনুপ্রেরণা খুঁজছে আফগানরা। পিচের চরিত্রই যা হোক আফগানিস্তান লড়াইয়ের জন্য প্রস্তুত।
একটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপহার দেয়ার লক্ষ্য দু’দলের ক্রিকেটারদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা