অনলাইন ডেস্ক
অনেকেই ধারণা করেছিল ইউনাইটেডে হয়তো ২৮ নম্বর জার্সি পরবেন রন। কারণ ক্যারিয়ারের শুরুতে স্পোর্টিং লিসবনে এই জার্সিতেই শুরু হয় তার ক্যারিয়ার। আর ইউনাইটেডেও এই নম্বর এখন পর্যন্ত কোনো ফুটবলার নেননি। তবে ড্যানিয়েল জেমসের দল-বদল খুলে দিয়েছে সব জট।
২৩ বছর বয়সী ওয়েলশ উইঙ্গার ড্যানিয়েল জেমস ম্যান ইউনাইটেড ছেড়ে যাচ্ছেন লিডসে। যাতে তার ২১ নম্বর জার্সিটি এখন নিতে পারবেন এডিনসন কাভানি। কারণ ৩৪ বছর বয়সী এই উরুগুইয়ান স্ট্রাইকার জাতীয় দলে ২১ নম্বর জার্সিতেই খেলেন। আর রোনালদো ইউনাইটেডে আসার পর কাভানি রোনালদোর জন্য সেই জার্সিটি ছেড়ে দিয়েছেন। কাভানি এখন ২১ নম্বর জার্সি পরে খেলবেন। কাভানির এই ত্যাগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন রোনালদো।
ওল্ড ট্র্যাফোর্ডে খেলেই আজকের বড় তারকা হয়ে ওঠা রোনালদোর। নিজ দেশের ক্লাব স্পোর্তিংয়ে ক্যারিয়ার শুরুর এক বছরের মাথাতেই ২০০৩ সালে রোনালদো যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তিনি পেয়ে যান ডেভিড বেকহামের ছেড়ে যাওয়া ৭ নম্বর জার্সিটি। এরপর ২০০৯ সালে সে সময়কার রেকর্ড ট্রান্সফার ফিতে রোনালদো যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানে প্রায় সবকিছু জিতে রোনালদো নতুন চ্যালেঞ্জ নিতে ২০১৮ সালে যান ইতালির তুরিনে, জুভেন্টাসে খেলতে। রিয়াল, জুভেন্টাস—দুই ক্লাবেই তিনি ৭ নম্বর জার্সি পরেছেন। এক যুগ পর ফিরেছেন নিজের পুরোনো ক্লাবে। আবারও ৭ নম্বর জার্সিতে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা