লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা স্কুল এন্ড কলেজের শ্রেণি কক্ষ থেকে দুই জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।
গ্রেপ্তার দুই জনের কাছ থেকে ১২৮টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন আদিতমারী উপজেলার মহিষখোঁচা বারোঘড়িয়া গ্রামের হাজী মোখলেছার রহমানের ছেলে আশিক বাবু (২৬) ও লালমনিরহাট সদর উপজেলার কালমাটি আনন্দবাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম সেলিম (৩১)।
ওসি জানান, আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানটি তালাবদ্ধ শ্রেণি কক্ষের জানালা ভেঙে এই দুই ইয়াবা ব্যবসায়ী সেখানে খদ্দেরের জন্য অপেক্ষা করছিল। একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে তারা এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল বলে ওসি জানান।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছ থেকে ইয়াবা সেবনকারীদের তালিকা নিয়ে তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাবেন বলে ওসি জানিয়েছেন।
NB:This post is collected thedailystar.net
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা