অনলাইন ডেস্ক
প্রয়োজন বুঝে কিনুন
আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে কলা কেনা উচিত। যদি কয়েকদিন পরে খাওয়ার পরিকল্পনা থাকে তবে উজ্জ্বল হলুদ এবং সবুজ রঙের কলা বেছে নিন। আপনি যদি একটু কম পাকা কলা খেতে পছন্দ তবে কিছুটা সবুজ কলা বেছে নিন যা সম্পূর্ণভাবে পাকতে আরও কয়েক দিন সময় লাগবে। কতদিন রেখে খাবেন সেভাবে চিন্তা করে আধা পাকা কলা কিনলে বেশিদিন ভালো রাখতে পারবেন।
অন্যান্য ফলের কাছাকাছি থাকলে কলা দ্রুত পেকে যায়। তাই, অন্যান্য খাবার থেকে দূরে কলা সংরক্ষণ করা ভালো। কলা আলাদা রাখুন, বিশেষ করে বাতাস চলাচলা করে এমন ফলের বাটিতে রাখুন। যাতে বাতাস কলার চারপাশে সঞ্চালিত হতে পারে এবং পাকা প্রক্রিয়াকে ধীর করে দেয়।
ফ্রিজিং করে রাখুন
হয়তো বাড়িতে অনেক পাকা কলা আছে যেগুলো অল্প সময়ে খাওয়া সম্ভব নয়। এমন হলে তা ফ্রিজিং করে রাখাই হলো সমাধান। কলার খোসা ছাড়িয়ে এয়ার টাইট পাত্রে বা ফ্রিজার ব্যাগে রাখুন। এই ফ্রিজিং করা কলাগুলো পরে স্মুদি, বেকিং বা অন্যান্য খাবার তৈরিতে ব্যবহার করা যেতে পারে। ফ্রিজিং প্রক্রিয়া কলার পাকা বন্ধ করে দেয় এবং দীর্ঘদিন একইভাবে ভালো রাখে। তবে খুব লম্বা সময় ধরে ফ্রিজে রাখবেন নাকলা সংরক্ষণ করার সময়, তাদের শ্বাস নেওয়ার জন্য একটু জায়গা দেওয়া অপরিহার্য। কলাগুলোকে গুচ্ছ থেকে আলাদা করে রাখলে তা পাকা প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। যদি কোনো কলা অত্যধিক পাকা দেখতে পান তবে এটি আলাদা করে রাখুন। এতে অন্য কলাগুলো ধীরে পাকবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা