সিনিয়র স্টাফ রিপোর্টার : সারাদেশ যখন করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ক্রান্তিকাল অতিক্রম করছে ঠিক সেই সময় জামালপুরে পুলিশ পরিচয়ে করোনা ভাইরাসের রোগী সনাক্তের কথা বলে বাড়িতে ঢুকে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অমানবিক ঘটনা ঘটেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেছে নারী অধিকারের সঙ্গে যুক্ত এ সংগঠনটি।
মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, গত ৩০ মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় যে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর জালিয়া পাড়া গ্রামে পুলিশ পরিচয়ে করোনা ভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে ঘরে ঢুকে এক গার্মেন্টস কর্মীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায় যে, গত শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর জালিয়া পাড়া গ্রামে পুলিশ পরিচয়ে ৫ যুবক করোনা ভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে বাড়িতে ঢুকে সবাইকে মারধর করে গার্মেন্টস কর্মীকে তুলে নিয়ে যায়। একই গ্রামের মিজান, পুষনসহ পাঁচ বন্ধু ঝিনাই নদীর পাড়ে এক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। রবিবার (২৯ মার্চ) সকালে সেখান থেকে আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। ওইদিন দুপুরে কিশোরীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ ভয়াবহ করোনা ভাইরাসে সারা বিশ্ব যখন মানুষের জীবন রক্ষা করার জন্য লড়াই করছে তখন এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের তথ্য নিয়ে কথা বলার সুযোগ নিয়ে কিশোরীকে ধর্ষণ করার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছে। সেই সাথে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহনসহ ধর্ষণের ঘটনা প্রতিরোধে শূন্য সহিষ্ণনুতার নীতি গ্রহন সাপেক্ষে আশু কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে। একই সাথে এই রকম একটি সঙ্কটময় সময়ের সুযোগ নিয়ে এই ধরনের ধর্ষন যৌন নির্যাতনসহ নারী নির্যাতনের ঘটনা প্রতিরোধে সকলকে বিশেষভাবে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা