করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রচণ্ড আতঙ্ক ও ভয়ের সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৮১৯ জনসহ মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৮০ জনের।
বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বের ১৬৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ২৩৭। চীনের বাইরে মারা গেছে ৪ হাজার ৭৪৩ জন। বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৩৪৯ জন। এর মধ্যে ৮২ হাজার ৭৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৯৪। দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬১৪ জন। এ ছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪৫৫ জন।
বর্তমানে ১ লাখ ৭ হাজার ৬০৬ আক্রান্ত রোগী রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ১৯০ জনের অবস্থা সাধারণ (স্থিতিশীল অথবা উন্নতির দিকে) এবং বাকি ৬ হাজার ৪১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার ৯ শতাংশ ও সুস্থতার হার ৯১ শতাংশ।
গতকাল বাংলাদেশে নতুন করে দুজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। তাতে করে কভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০-এ।
প্রতিবেশী ভারতের মুম্বাইয়ে গতকাল মারা গেছে একজন। তাতে করে দেশটিতে কভিড-১৯ রোগে মৃতের সংখ্যা দাঁড়াল তিনে; আক্রান্ত হয়েছে অন্তত ১৪২ জন। করোনা মোকাবেলায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্র বন্ধ করে দেওয়ার পর তাজমহল বন্ধ ঘোষণা করেছে ভারত।
দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে প্রথম একজনের মৃত্যু হয়েছে গতকাল। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪৭ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে আট দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
ভারত ও বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলে কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে থাইল্যান্ড (১৭৭), ইন্দোনেশিয়া (১৭২), শ্রীলঙ্কা (৪৪), মালদ্বীপ (১৩), নেপাল (১) ও ভুটানে (১) জন।
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপল সিং এই তাগিদ দেন।
ড. পুনম ক্ষেত্রপল সিং বলেন, ‘পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। আরো বেশি মানুষ সংক্রমিত হওয়ার আগে আমাদের তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
করোনা নিয়ে বর্তমানে সবচেয়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছে ইউরোপে। ওই মহাদেশের বিভিন্ন দেশে জরুরি অবস্থা, অবরুদ্ধ ঘোষণা, সীমান্ত বন্ধের মতো কঠোর পদক্ষেপ এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।
Like & Share our Facebook Page: Facebook
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা