ফাইল ছবি।
সিনিয়র স্টাফ রিপোর্টার : রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর) এর পরিচালক প্রফেসর ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন রোগীর মধ্যে দুজন এখন সুস্থ। অন্যজনের শরীরে এখনও এই ভাইরাসের উপস্থিতি রয়েছে।
তিনি বলেন, আজ, আমরা করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগীর ব্যাপারে আপনাদের একটি সুসংবাদ দিতে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) এর নির্দেশনা মোতাবেক আমরা প্রতিদিন এই তিনজনের স্বাস্থ্য পরীক্ষা করি। এদের মধ্যে দুজনের দেহে পরপর দুদিনের পরীক্ষায় করোনা ভাইরাসের কোন উপস্থিতি পাইনি। তাই ডব্লিউএইচও’র মানদন্ডে, আমরা বলতে পারি যে তারা সুস্থ্য হয়ে গেছেন এবং শিগগিরই তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
তিনি জানান, গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৫,৫২,৭৪৬ জনের স্ক্রিনিং করা হয়েছে। এদের মধ্যে ১৪৭ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। উপরোক্ত তিনজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট নেগেটিভ।
তিনি জানান, আগামীকাল আইইডিসিআর এর করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিং হবেনা। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
তিনি এসময় প্রবাস ফেরতদের উদ্দেশ্যে বলেন, যে সব দেশে কোভিড-১৯ এর স্থানীয় সংক্রমণ ঘটেছে সে সব দেশ থেকে যে সব যাত্রী আসবেন (দেশী-বিদেশী যে কোনো নাগরিক) তাদেরকে ১৪ দিন স্বেচ্ছা বা গৃহ কোয়ারেন্টিন-এ থাকার অনুরোধ জানাচ্ছি। তাদের কারো মধ্যে যদি কোভিড-১৯এর লক্ষণ দেখা যায় তবে অন্য কোথাও না যেয়ে প্রথমেই আইইডিসিআর-এর হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করা হল।
তিনি বলেন, পৃথিবীর দুই-তৃতীয়াংশ দেশে স্থানীয় সংক্রমণ ঘটছে। তাই যে দেশে আছেন যেখানে আছেন সেখানেই অবস্থান করাই উত্তম। কারণ আরোহন, ট্রানজিট ও অবতরণের বিমান বন্দরসমূহের টার্মিনাল এবং বিমানের ভেতরে যে কোন যাত্রী বা ক্রুকোভিড-১৯ সংক্রমিত যাত্রী বা ক্রু দ্বারা সংক্রমিত হতে পারেন। সংক্রমিত যাত্রী বা ক্রু যে দেশে অবতরণ করবেন সে দেশে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, প্রথমেই সংক্রমণ ছড়াতে পারে আপনার পরিবারের সদস্যদের মাঝে। নিজেকে ও প্রিয়জনদের অতি সহজেই আপনি এ সংক্রমণ থেকে মুক্ত রাখতে পারেন। তাই অত্যাবশ্যকীয় নয় এমন আন্তর্জাতিক ভ্রমণকে নিরুৎসাহিত করা হচ্ছে।
এ সময় রাজধানীর মহাখালী অফিসের এই ব্রিফিংয়ে আইইডিসিআর-এর প্রিন্সিপাল সাইন্টেফিক অফিসার ডা. এএসএম আলমগীরও উপস্থিত ছিলেন।
কোভিড -১৯ সম্পর্কে কোন জিজ্ঞাস্য থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ এবংআইইডিসিআর-এর হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হচ্ছে :
স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বরঃ ১৬২৬৩, আইইডিসিআর-এর হটলাইনের নম্বরঃ ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
করোনা ভাইরাস প্রতিরোধে আইইডিসিআর এর পরামর্শ :
নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)
অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না
ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন
কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)
অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন
কারো সাথে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন
প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন
অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন
অত্যাবশকীয় নয় এমন সব জাতীয়-আন্তর্জাতিক সভা-সমাবেশ-সম্মেলন আয়োজন না করাই ভাল
অতি বয়স্ক, দীর্ঘমেয়াদী অসুস্থতায় (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অ্যাজমা, কিডনী সমস্যা, ক্যান্সার প্রভৃতি) ভুগছেন এমন ব্যক্তিগণ ভীড় এড়িয়ে চলুন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা