শেখ মোঃ শিমুল, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ করোনায়ও থেমে নেই পদ্মা সেতুর কর্মযজ্ঞ। এরি মধ্যেই বসলো ২৮তম স্প্যান। মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচর সীমানা এলাকার পদ্মাসেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর বসানো হয় এ স্প্যানটি। এটি বসানোর ফলে দৃশ্যমান হলো সেতুর ৪২০০ মিটারে। সবকিছু ঠিকঠাক থাকায় শনিবার(১১ এপ্রিল) সকাল ৯টার দিকে স্প্যানটি বসানোর কার্যক্রম শেষ হয় বলে নিশ্চিত করেছেন মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।
২৭তম স্প্যানটি বসানোর ১৪ দিনের মাথায় বসলো এই ২৮তম স্প্যানটি।
এর আগে শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত ২০ ও ২১ নাম্বার পিলারের কাছে নিয়ে যাওয়া হয়।
প্রকৌশলী সূত্রে জানা গেছে, মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় এসেছে ৩৯টি। বাকি দুইটি স্প্যান চীনে নির্মাণ করে রাখা হয়েছে। ইতোমধ্যে পদ্মাসেতুর ৪২টি পিলারের কাজ সম্পন্ন। এসব পিলারে ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি আছে ১৩টি স্প্যান। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্যঃ ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা