অনলাইন ডেস্ক
এক সময় কক্সবাজার সৈকতে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার দেখা মিলতো। সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ছাড়াও নানা স্থানে তাদের দেখা যেতো। কিন্তু বর্তমানে সৈকতজুড়ে লাল কাঁকড়া দেখা যায় না বললেই চলে। মাঝে মধ্যে টেকনাফ, ইনানী ও হিমছড়ি সৈকতের কিছু জায়গায় তাদের দেখা মেলে।
স্থানীয়রা বলছেন, সৈকতে ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল ও বিচ বাইকের বেপরোয়া চলাচলের কারণে লাল কাঁকড়ার আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। মারাও যাচ্ছে এই প্রাণি।
লাল কাঁকড়া রক্ষায় সৈকতে সব ধরনের যান চলাচল বন্ধে আইনি ব্যবস্থা চান পরিবেশ আন্দোলনের নেতারা।
কক্সবাজার সমুদ্রসৈকতের জীববৈচিত্র্য রক্ষা ও প্রাণিদের সর্বত্র বিচরণ নিশ্চিত করতে দর্শনার্থীদের সতর্ক করাসহ বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানালেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
সৈকতের মাটির লবণাক্ততা হ্রাস করাসহ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাল কাঁকড়া। তাই এসব প্রাণিকে বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের।
Nishat/satfblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা