অনলাইন ডেস্ক
করোনার কারনে এবার বাতিল হতে চলেছে আসন্ন এশিয়া কাপের আসর।এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী দেশটির দৈনিক আনন্দবাজার-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এশিয়া কাপ হচ্ছে না। ঘোষণা আসছে কিছুদিনের মধ্যেই।’
তিনি জানান, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। এবার আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তারপর আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হয় তাহলে আইপিএল করা যায়। এই মুহূর্তে ওই সময়ের আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’
আরোও পড়তে পারেন : শান্ত’র বিকল্প ঘোষণা, বাংলাদেশের টেস্ট স্কোয়াডে পরিবর্তন