অনলাইন ডেস্ক
তবে মরকেল বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন মাত্র পাঁচ দিন। দক্ষিণ আফ্রিকায় কয়েকটি সেশনে মুমিনুল হকের দলের সঙ্গে কাটাবেন মরকেল। খবরটি নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও একই খবর দিয়েছেন।
প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, ‘এটা কোনো নিয়োগ না, ও অ্যাভেইলঅ্যাভেল আছে, শর্টটার্ম কয়েকটা সেশন করাবে। নিয়োগ অন্য জিনিস, লং টার্মে হয়। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।’
এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, মর্কেল ওয়ানডে সিরিজে পাঁচ দিনের জন্য কাজ করবেন।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট খেলবে টাইগাররা। আগামী ১৮ মার্চ ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। বিশ্বকাপ সুপার লিগের অধীনে সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ হবে জোহানেসবার্গে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পোর্ট এলিজাবেথে শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা