অনলাইন ডেস্ক
এবার পুরো পূজাজুড়ে বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপের কারণে সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বা দুই দিনের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওসার পারভীন বলেন, ‘দুর্গাপূজায় প্রচুর বৃষ্টিপাত হবে। বিশেষ করে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং হবে। এই বৃষ্টি কাল ও পরশুও থাকবে। তারপর আস্তে আস্তে চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘আজকেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে তত বৃষ্টি হবে না, তবে হালকা হবে। মূলত বৃষ্টি হবে দক্ষিণাঞ্চলে। পুরো বাংলাদেশেই বৃষ্টি হবে, তবে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় একটু বেশি হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা