অনলাইন ডেস্ক
এতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিরাজউদ্দিন হাক্কানি যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় অবস্থান করছেন। যার মাথার দাম ৫০ লাখ ডলার (সাড়ে ৪২ কোটি টাকার বেশি) ধরা আছে সেখানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।প্রতিবেদনে বলা হয়, তালেবানের ঘোষিত সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিনের নাম ঘোষণা করা হয়।
সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যে কয়টি নাম আছে তাতে হাক্কানি নেটওয়ার্কও আছে। সংগঠনটির সঙ্গে আল কায়দার যোগসাজশ রয়েছে।হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানির নাম এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় আছে। আজ মঙ্গলবারও তার নাম সেখানে দেখা গেছে।
কে এই সিরাজ হাক্কানি? এফবিআইয়ের ওয়েবসাইটের তথ্যমতে, সিরাজউদ্দিন হাক্কানিকে গ্রেফতার করা সম্ভব এমন তথ্য দিতে পারলে এক কোটি ডলার (৮৫ কোটি টাকা প্রায়) পর্যন্ত পুরস্কার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এফবিআইয়ের বিশ্বাস, সিরাজ হাক্কানি পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে রয়েছেন। তার সঙ্গে তালেবান ও আল-কায়েদার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
২০০৮ সালে কাবুলের একটি হোটেলে হামলায় জড়িত অভিযোগে সিরাজ হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এফবিআই। ওই হামলায় এক মার্কিনিসহ ছয়জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়া, তিনি আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর ওপর বিভিন্ন হামলায় অংশগ্রহণ ও সমন্বয় করতেন বলে ধারণা করা হয়।
২০০৮ সালে তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার একটি পরিকল্পনায়ও সিরাজ হাক্কানির যোগাসাজশ ছিল বলে অভিযোগ রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা