সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে গুগল প্লেস্টোর থেকে ‘এজেন্ট স্মিথ’ ম্যালওয়্যারযুক্ত ১৬টি অ্যাপ মুছে ফেলেছে গুগল। জনপ্রিয় এসব অ্যাপগুলো ডিভাইস থেকে মুছে ফেলারও আহ্বান জানিয়েছে।
অ্যাপগুলো হলো ‘লুডো মাস্টার-নিউ লুডো গেইম ২০১৯’, ‘স্কাই অরিয়রস : জেনারেল অ্যাটাক’, ‘কালার ফোন ফ্ল্যাশ : কল স্ক্রিন থিম’, ‘বায়ো ব্লাস্ট-ইনফিনিটি ব্যাটল শ্যুট ভাইরাস’, ‘শ্যুটিং জেট’, ‘ফটো প্রজেক্টর’, ‘গান হিরো-গানম্যান গেইম ফর ফ্রি’, ‘কুকিং উইচ’, ‘ব্লকম্যান গো : ফ্রি রেলমস অ্যান্ড মিনি গেইমস’, ‘ক্রেজি জুসার-হট নাইফ হিট গেইম অ্যান্ড জুস ব্লাস্ট’, ‘ক্ল্যাশ অব ভাইরাস’, ‘অ্যাংরি ভাইরাস’, ‘র্যাবিট টেম্পল’, ‘স্টার রেঞ্জ’, ‘ক্রিস গেইম : টাচ হার হার্ট’ এবং ‘গার্ল ক্লথ এক্সরে স্ক্যান সিম্যুলেটর’।
উল্লেখ্য, প্রথম এ ম্যালওয়্যারের সন্ধান পায় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেকপয়েন্ট। ম্যালওয়্যারটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় আড়াই কোটি অ্যানড্রয়েড ডিভাইসে আসল অ্যাপ মুছে ফেলে ভুয়া অ্যাপ ইনস্টল করেছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র : আইবি টাইমস
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা