মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁরা একে অপরকে শ্রদ্ধা করেন।
ইডেনে আজ ভারত-বাংলাদেশ প্রথম দিনরাত্রির টেস্ট ম্যাচ। এই মেগা ইভেন্টে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা যাচ্ছেন । উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শুক্রবার ম্যাচ উদ্বোধনের ফাঁকে বৈঠক হবে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বৃহস্পতিবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, যে হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন, সেখানেই তাঁদের মধ্যে একটি সৌজন্য বৈঠক হবে। তাঁর কথায়, ‘উদ্বোধনী অনুষ্ঠানের সময় মাঠে উপস্থিত থাকা ছাড়াও, সন্ধে ৬টায় আমাদের মধ্যে বৈঠক হবে’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁরা একে অপরকে শ্রদ্ধা করেন।
বাংলাদেশ-ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচ দেখতে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দফতর, কেউ কোনও তথ্য জানায়নি।
২০১১-এর সেপ্টেম্বর থেকে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরিত করার যে চেষ্টা চলছে, তা নিয়েও আলোচনা হবে কিনা, জানা যায়নি। তিস্তা চুক্তির মধ্যে অন্যতম রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিস্তা চুক্তির ফলে রাজ্যের ক্ষতি হবে বলে আপত্তি জানিয়েছেন তিনি।
২০১১-এর সেপ্টেম্বরে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফরেই স্বাক্ষরিত হওয়ার কথা ছিল তিস্তা চুক্তি। তবে মমতার আপত্তিতেই তা ভেস্তে যায়।