অনলাইন ডেস্ক
শুক্রবার সেন্টার কোর্টে বেরেত্তিনি ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭), ৬-৪ গেমে হারালেন হুরকাজকে। ম্যাচ বার করতে আ়ড়াই ঘণ্টার একটু বেশি সময় লাগে বেরেত্তিনির। স্ট্রেট সেটেই জিতে যেতে পারতেন। কিন্তু তৃতীয় সেট টাই ব্রেকারে নিয়ে যান হুরকাজ এবং জেতেনও।
সপ্তম বাছাই বেরেত্তিনি নিজের সার্ভ এবং ফোরহ্যান্ডের ওপর ভরসা রেখেছিলেন। তার জোরেই টানা ১১টি গেম জিতে নেন। না হলে হুরকাজই শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। প্রথম সেটে ২-৩ পিছিয়ে থাকার পর ১১টি গেম জিতে বেরেত্তিনি ৬-৩, ৬-০, ১-০ করেন। রবিবার ফাইনালে বেরেত্তিনির সামনে কে, এখনও ঠিক হয়নি। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচ ও ডেনিস শাপোভালভ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা