ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অব দি সি (ইটলস) এর জজ হুগো ক্যামিনোস মারা গেছেন। তিনি গত ৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন বলে ইটলস থেকে পাঠানাে সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।
ইটলসের সদস্যরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার টানা দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে তিনি মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। আন্তর্জাতিক সমুদ্র আইনের উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন।
হুগো ক্যামিনোস ১৯৯৬ থেকে ২০১১ পর্যন্ত ট্রাইব্যুনালের সদস্য ছিলেন। তিনি বুয়েন্স আয়ার্স ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি আর্জেন্টিনার ফরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল কাউন্সিলর ছিলেন। সেখান থেকে তিনি জাতিসংঘে উপপরিচালক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি থার্ড ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন দি ল অব দি সি এ যোগদান করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের লিগ্যাল কাউন্সেলর আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
জজ ক্যামিনোস কোর্ট অব আট্রিবিউশন এর সদস্য ছিলেন। তিনি আন্তর্জাতিক আইন এবং সমুদ্র আইন সম্পর্কে তার বিভিন্ন লেখা প্রকাশ করেছেন।
ইটলস এ তিনি সমুদ্র তলদেশ বিষয়ক এবং মৎস্য বিষয়ক বিভাগের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে সোর্ডফিশের মজুদ সংরক্ষণ ও টেকসই শোষণ বিষয়ক মামলাগুলো পরিচালনা করে এমন বিশেষ চেম্বারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন দেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে জাতিসংঘ ইটলস সৃষ্টি করেছে। বাংলাদেশ ২০০৯ সালের ১৪ ডিসেম্বর ইটলসে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিয়ে দাবি উত্থাপন করে। ২০১২ সালের ১৪ মার্চ এ আদালত রায় প্রদান করেছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা