অনলাইন ডেস্ক
এযাবৎকালের সবচেয়ে বড় ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। পানির নিচে তলিয়ে আছে দেশটির অর্ধেকের বেশি অংশ। গেলোদিনে প্রাণ হারিয়েছে আরও এক’শ ১৯ জন। এনিয়ে মোট প্রাণহানীর সংখ্যা হাজার ছাড়িয়ে গেলো। বেশি ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখাওয়া, সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের মানুষ। বৃষ্টি, জলাবদ্ধতা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দেশটির তিনকোটি নাগরিক। তাদের মধ্যে কয়েক লাখ মানুষ খাদ্য ও আশ্রয় হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। ব্যাপকহারে প্রাণ হারাচ্ছে গবাদী পশু, নষ্ট হচ্ছে ফসলী জমি।
দুর্গতদের সাহায্যের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। শুধু বেলুচিস্তান প্রদেশের জন্যই ১০০ কোটি রুপির ত্রাণ তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ইতোমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশ। তবে পরিস্থিতি মোকাবেলায় দেশটির আরও সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানেও। চলতি মাসে দেশটিতে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে ১৯২জন। এসময়ে মারা গেছে প্রায় ১৭ লাখ গবাদী পশু। দুযোর্গ মোকাবেলায় আন্তর্জাতিক মহলে সহায়তার আবেদন জানিয়েছে তালেবানরা ।
এছাড়া, ভারতের গঙ্গা, যমুনা ও বেতওয়া নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা