অনলাইন ডেস্ক
ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আযমের ছেলে। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার (৬ই আগস্ট) দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
২০১৬ সালের ২৩শে আগস্ট আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। আযমী সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন।
অন্যদিকে, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। গতকাল সোমবার মধ্যরাতে তিনি মুক্ত হন। ব্যারিস্টার আরমানের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় থাকতেন তিনি। এই বাসা থেকেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর এতদিন তার কোন হদিস পাওয়া যায়নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা