অনলাইন ডেস্ক
পুঁজিবাজারের দুর্নীতি রোধে চেক নগদায়নের আগে শেয়ার কেনা যাবে না বলে গতমাসের শুরুতেই সিদ্ধান্ত নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- এসইসি। এরপর থেকে শেয়ারবাজারে লেনদেন কমতে শুরু করে। সমালোচনার মুখে ২০ দিনের মাথায় এই সিদ্ধান্ত থেকে সরে আসে নিয়ন্ত্রক সংস্থা। ফলে গত সপ্তাহের প্রথম কার্যদিবসেলেনদেন ২৭২ কোটি টাকা কমে হয়েছিলো ৮শ’ ২৬ কোটি ৫৯ লাখ টাকা। আর শেষ কার্যদিবসে ৫১ কোটি টাকা বেড়ে হয় ১ হাজার ৫শ’ ১২ কোটি ৪৪ লাখ টাকা।
চেক দিয়ে শেয়ার লেনদেন করা যাবে, এমন সিদ্ধান্ত থেকে সরে আসার পরদিন থেকেই বাজারে ডিএসই’র প্রধান সূচক ও লেনদেন ঘুরে দাঁড়িয়েছে। তাই বাজার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ডিএসইএ’র সক্ষমতা নিয়ে প্রশ্ন ডিবিএ সাবেক সভাপতি আহমদ রশীদ লালীর।
ডিএসই ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদারজানান, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় চেক নগদায়নের সিদ্ধান্ত স্থগিত করেছেন তারা। আগামীতে পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন হবে বলেও আশাঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা