আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে আবারও দু’টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে এগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
এ ব্যাপারে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় ‘ওনস্যান’ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণ করা হয়। এর আগে উত্তর কোরিয়া গত ২৫ জুলাই একই ধরনের দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
জানা যায়, উত্তর কোরিয়া বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৬ মিনিট ও ৫টা ২৭ মিনিটে ওনস্যান বন্দরের কালমা এলাকা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দু’টি ক্ষেপণাস্ত্রই ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে অবতরণ করে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কেয়ং-ডু বলেন, আজকের ক্ষেপণাস্ত্র এর আগেরগুলোর চেয়ে ভিন্ন মডেলের।
NB:This post is copied from bd-pratidin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা