অনলাইন ডেস্ক
সংগীতপ্রেমীদের পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’র মঞ্চে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ফের অনিশ্চয়তায় মুখে পড়েছে।
এই আয়োজনটির জন্য ভেন্যু বরাদ্দ দিয়েও তা ‘বাতিল করেছে’ আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ।
মহামারি করোনার (২০২০) পর থেকেই বন্ধ রয়েছে বহুল জনপ্রিয় ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট। সম্প্রতি শোনা গিয়েছিল যে, প্রায় পাঁচ বছরের বিরতি ভেঙে আবারও মঞ্চে ফিরছে এ আয়োজন। তবে এখন ফের বাঁধল জটিলতা। ফলে আসন্ন ফোক ফেস্ট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভেন্যু বাতিলের ঘটনায় লোকসংগীতের এই আসর কবে হতে পারে সে বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারছে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস।
২০১৫ সালে প্রথমবার ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়। তখন পাঁচ দেশের শতাধিক শিল্পী এই ফেস্টে পারফর্ম করেছিলেন। আয়োজনে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন।
সবশেষ ফোক ফেস্ট হয়েছিল ২০১৯ সালে। কিন্তু এবারও অনিশ্চয়তা ! যদিও সান কমিউনিকেশন প্রত্যাশা করছে যে, সবকিছু ঠিক থাকলে আগামী বছর আবারও ফিরবে ফোক ফেস্ট।