পাঠদানে দক্ষতা, শিক্ষাগত যােগ্যতাসহ শিক্ষা কার্যক্রমে দক্ষতা ও ব্যাক্তিগত কৃতিত্বসহ নানা বিষয়ে বিবেচনা করে শ্রেষ্ঠত্বের এ তালিকা প্রকাশ করা হয়েছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনােনায়ন সম্পন হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে উপজেলা পর্যায়ে যাচাই-বাচাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভরসার শেষ জায়গা রেলপথও কি ঝুঁকিপূর্ণ হয়ে উঠল?
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন এম শরীফুল ইসলাম খন্দকার বলেন, এবারে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আদিতমারী উপজেলার পুরুষ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন কাজী। তিনি উপজেলা সদরের ভাদাই জিএস মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এছাড়া উপজেলার মহিলা ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন খাদিজা বেগম বিজলী। তিনি কাচারী সুফলা সতীশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, পাঠদানে দক্ষতা, শিক্ষাগত যােগ্যতাসহ শিক্ষা কার্যক্রমে দক্ষতা ও ব্যাক্তিগত কৃতিত্বসহ নানা বিষয়ে বিবেচনা করে শ্রেষ্ঠত্বের এ তালিকা প্রকাশ করা হয়েছে।
Like & Share our Facebook Page: Facebook