রাত দশটা ৫৫ তে কারাবাগের মুখোমুখি হবে সেভিয়া। একই সময়ে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের আতিথ্য নেবে আর্সেনাল। রাত একটায় আস্তানার মাঠে নামবে আরেক ইংলিশ জায়ান্ট ম্যান ইউ। একই সময় তুরস্কের ইস্তানবুল বাসাকের বিপক্ষে রোমা আর ইয়ং বয়েজের বিপক্ষে লড়বে এফসি পোর্তো।
কোন টুর্নামেন্টে প্রথমবার মুখোমুখি হবার অপেক্ষায় জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট ও আর্সেনাল। ইনজুরির কারণে এ ম্যাচে খেলবেননা দুই তারকা মেসুত ওজিল ও আলেকজান্দার লাকাজেত। ফুলব্যাক হেক্টর বেয়ারিন ও কিয়েরান তিয়েনিকেও পাবেননা উনাই এমেরি। জার্মান ক্লাবের বিপক্ষে শেষ চার অ্যাওয়ে ম্যাচের সবকটিতেই হেরেছে আর্সেনাল। বিপরীতে ইংলিশ প্রতিপক্ষের সাথে শেষ তিন ম্যাচেই ড্র করেছে ফ্রাঙ্কফুর্ট।
সাদামাটা দল নিয়ে শিরোপা পুনরুদ্ধারে নামছে ম্যানচেস্টার ইউনাইটেডও। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবার রেড ডেভিলদের মুখোমুখি হবে কাজাখস্তানের এফসি আস্তানা। ইনজুরির কারণে আস্তানার বিপক্ষে খেলবেননা পল পগবা, অ্যান্থনি মার্শিয়াল, লুক শ ও দানিয়েল জেমস। ইউরোপা লিগে শেষ ১১ ম্যাচে অপরাজিত ম্যান ইউ।
NB:This post is collected from http://www.channel24bd.tv
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা