অনলাইন ডেস্ক
জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যামকে তারা হারিয়েছে ২-০ গোলে ।
ম্যানসিটির হয়ে ম্যাচে দুটি গোলই করেন আর্লিং হাল্যান্ড। আর এ জোড়া গোলেই অভিষেক রঙিন করেছেন নরওয়ের এ তারকা স্ট্রাইকার।
সিটিজেনদের জার্সি গায়ে অভিষেকে ডাবল গোলের রেকর্ড এতদিন দখলে ছিল কেবল সার্জিও আগুয়েরোর। ইতিহাদ শিবিরে নিজের নাম লিখেই সেই রেকর্ড ভাগ করে নিয়েছেন মেধাবী এ স্ট্রাইকার।
তবে হার দিয়ে ইংলিশ লিগ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমবারের মতো ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হার মেনেছে রেড ডেভিলরা।
তবে বদলি হিসেবে মাঠে নেমে গোলের দেখা পাননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
আরোও পড়তে পারেন : হামজাকে দেখেই বাংলাদেশে খেলার সিদ্ধান্ত সামিতের