অনলাইন ডেস্ক
একের পর এক অঘটনের জন্ম দিয়ে চলেছে টোকিও অলিম্পিকের টেনিস একক ইভেন্ট। টেনিসের প্রথম দিনই ছিটকে গিয়েছিলেন নারীদের নাম্বার ওয়ান তারকা অ্যাশলে বার্টি। আর নিজের নাম প্রত্যাহার করে নেন পুরুষ এককে গত দুবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।
এবার নারী একক থেকে বাদ পড়লেন বিশ্বের দুই নম্বর তারকা ও সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জেতা জাপানিজ তারকা নাওমি ওসাকা।
আরিয়াকে টেনিস সেন্টার কোর্টে চেক প্রজাতন্ত্রের মারকেতা ভন্দ্রওশোভার কাছে ৬-১ ও ৬-৪ গেমে ধরাশায়ী হয়েছেন চার মেজর ট্রফি জয়ী ওসাকা।
প্রথম রাউন্ডে চীনের প্রতিপক্ষ ঝেং সাইসাইকে ৬-১ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন ওসাকা। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ভিক্তোরিজা গলুবিচের বিপক্ষে জিতেছিলেন ৬-৩ ও ৬-২ গেমে।
কিন্তু তৃতীয় রাউন্ডে এসেই অচেনা হয়ে আসর থেকে ছিটকে গেলেন ওসাকা।
আরোও পড়তে পারেন : মিরাজের দিকে তাকিয়ে সাদমান, বিজয়কে নিয়ে আশাবাদী