অনলাইন ডেস্ক
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সচিবালয়ে যারা কাজ করেন তারা যেন আক্রান্ত না হন, সে জন্য ২৫ শতাংশ কর্মকর্তা অফিস করবেন। বাকি ২৫ শতাংশ অনলাইনে কাজ করবেন।’
তিনি বলেন, ‘আমাদের ১৮টি মন্ত্রণালয় স্বল্পপরিসরে এতদিন চালু ছিল। রোববার প্রথম দিন আমরা সচিবালয়ে যে চিত্র দেখেছি অধিকাংশ মন্ত্রণালয়গুলোর, যেভাবে আমরা বলেছি যে- বয়স্ক কর্মকর্তারা আসবেন না, অসুস্থ এবং সন্তান সম্ভবা নারী কর্মকর্তারা আসবেন না, সেটা আমরা মেইনটেইন করেছি।’
দর্শণার্থী যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারে এ জন্য এই ১৫ দিনে কোন পাস ইস্যু করা হবে না বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘মন্ত্রণালয়গুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, অত্যাবশ্যকীয় যে কাজগুলো আছে এখন আমরা সেই কাজগুলো করতে চাই। সে ক্ষেত্রে চার ভাগের এক ভাগ (২৫ শতাংশ) বা পাঁচ ভাগের এক ভাগ (২০ শতাংশ) কর্মকর্তারা উপস্থিত থাকবেন। যারা অসুস্থ আছেন, তারা ঘরে বসে কাজ করবেন তারা অফিসে আসবেন না, এভাবে আমরা সাজিয়েছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি কিছু কিছু মন্ত্রণালয়ে কোন কোন কর্মকর্তার প্রয়োজন ছিল না তারপরও তারা এসেছেন। তাদের কোন কাজ ছিল না। তাদের কাছে বার্তা ঠিকমতো পৌঁছায়নি।’
তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজগুলো করতে হবে। প্রথম দিন আমরা দেখলাম আমাদের অবজারভেশনে কিছু ত্রুটি পেয়েছি। এদিন সচিবালয়ে দেখা যায় সীমিত পরিসরে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীর। আর পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী নিয়ে তারা অফিস করছেন।’
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা